Thursday 12 November 2015

বুদ্ধিমতী মা ......


বুদ্ধিমতী মা ......


হযরত উম্মে সুলাইম রা. ছিলেন মালেকের স্ত্রী। জাহেলী যুগে তার ঘরেই হযরত আনাস রা. জন্ম গ্রহণ করেন। তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের একজন। ইসলাম গ্রহণের কারণে স্বামী মালেক ক্ষুব্ধ হয়ে শামে চলে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন।

অতঃপর আবু তালহা তাঁকে বিবাহের প্রস্তাব দিলে তিনি বললেন, হে আবু তালহা! আমি তোমার প্রস্তাবে সম্মত আছি। কোন বুদ্ধিমতী মহিলা তোমাকে প্রত্যাখ্যাণ করতে পারে না। তবে কথা হচ্ছে, আমি একজন মুসলিম নারী, আর তুমি এখনো ইসলাম গ্রহণ করোনি।


হে আবু তালহা! তুমি কি জান না যে, তোমার প্রতিপালক আল্লাহই এ যমিন হতে উদ্ভিদ উৎপন্ন করেন?

আবু তালহা বললেন, হ্যাঁ অবশ্যই। হে আবু তালহা! তাহলে তুমি কিভাবে গাছের পুজা করো? সেটাতো একটা মাখলুক মাত্র। হে আবু তালহা! তুমি যদি ইসলাম গ্রহণ করো, তাহলে আমি তোমার কাছে বিবাহের কোন মহর দাবী করবো না। এরপর একদিন আবু তালহা কালেমা পাঠ করত: ইসলাম ধর্মে দিক্ষীত হলেন অতঃপর তাদের মাঝে বিবাহ সম্পন্ন করা হয়। আল্লাহ তায়ালা তাদের একটি ছেলে দান করেন। ছেলেটি ছিলো তাদের খুবই আদরের। হঠাৎ ছেলেটি খুবই অসুস্থ হয়ে পড়লো। আবু তালহা রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবার হতে ফিরলেন। সাথে সাথি-সঙ্গী অনেকেই। প্রথমেই অসুস্থ ছেলের কথা জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম বললেন, ছেলেটি অনেক দিন যাবৎ অসুস্থ। আজ সে ভাল আছে।


উম্মে সুলাইম সবাইকে খাবার পরিবেশন করলেন। খাবার শেষে সবাই চলে গেল। আবু তলহা ঘুমের প্রস্তুতি নিলেন। উম্মে সুলাইম নিজ হাতে স্বামীকে সুগন্ধি মেখে দিলেন। প্রতি রাতের ন্যায় খোশ-গল্প করলেন। অতঃপর ঘুমালেন। শেষরাতে উম্মে সুলাইম বললেন, হে আবু তালহা! যদি কেহ কাউকে কোন বস্তু ধার দেয় অতঃপর মালিক তা ফেরত চায়, তাহলে কি ধার গ্রহীতা ঐ বস্তু ফেরত না দিয়ে পারে? আবু তালহা বললেন, না, তা তো হতে পারে না।


তখন উম্মে সুলাইম বললেন, আল্লাহ তায়ালা তোমাকে একটি ছেলে ধার দিয়েছিলেন। এখন তিনি তাকে তাঁর নিকট তুলে নিয়ে গেছেন। অতএব তুমি সওয়াব মনে করে ধৈর্য ধারণ করো। আবু তালহা ইন্নাল্লিাহি ... পাঠ করলেন এবং আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করলেন। ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পেছনে ফজরের নামায আদায় করলেন। নামায শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উক্ত ঘটনা জানালেন। ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দোয়া কি বিফলে যায়? কয়েক মাস পর আল্লাহ তায়ালা তাদেরকে আরো একটি ফুটফুটে বাচ্চা দান করলেন।


বর্ণনায় পাওয়া যায় যে, উম্মে সুলাইম রা.-এর নজিরবিহীন ধৈর্যের প্রতিফল হিসেবে আল্লাহতায়ালা তাকে এমন দশজন ছেলে সন্তান দান করেন যারা সকলেই কুরআনের হাফেয এবং ধারক-বাহক ছিলেন।


{আল ইছাবা : ৭/৩২৯, উসদুল গাবাহ : ৭/৩৭৬, খুলুকুল মুমিন : ৬৮}

আমরা কিভাবে আল্লাহ ও তার রাসুল(সঃ)কে ভালবাসব?


গ্রন্থঃ জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ছালাত

STRICK on Pic.for main site
http://hadithbd.com/salah-jal-hadith.php


ভূমিকা
সূচীপত্র
পবিত্রতা (ওযূ ও তায়াম্মুম)
সূচীপত্র
মসজিদ সমূহ
সূচীপত্র
আযান ও ইক্বামত
সূচীপত্র
জামা‘আত ও ইমামতি
সূচীপত্র
ছালাতের পদ্ধতি
সূচীপত্র
ছালাতুল জুম‘আ
সূচীপত্র
ছালাতুল জানাযা
সূচীপত্র

Wednesday 11 November 2015

কুরআন এবং হিকমাহ্ বলতে রসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ্ অর্থাৎ হাদিসকেই বুঝায়


মহান আল্লাহ্ বলেন,

“তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন কিতাব এবং হিকমাহ্ যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দান করেন।...” -সূরা বাক্বারাহ্, ২/২৩১


এই আয়াতে আল্লাহ্ কিতাব এবং হিকমাহ্ বলতে আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা আলাদা দু’টি বিষয় বুঝাননি, বরং একটি বিষয়কেই বুঝিয়েছেন। কারণ আয়াতের পরের অংশে আল্লাহ্ বলেছেন “যা দ্বারা”তিনি তোমাদের উপদেশ দান করেন। এই “যা দ্বারা”শব্দটি হচ্ছে “বিহী”। আর এই “বিহী”শব্দটি একবচন অর্থাৎ একটি বিষয়। যদি কিতাব এবং হিকমাহ্ দু’টি বিষয় হতো তাহলে আল্লাহ্ “বিহী”একবচনের পরিবর্তে “হুমা”দ্বিবচন ব্যবহার করতেন। কিন্তু আল্লাহ্ “হুমা”দ্বিবচন শব্দটি ব্যবহার না করে “হু”একবচন শব্দটি ব্যবহার করে প্রমাণ করে দিয়েছেন কিতাব এবং হিকমাহ্ একই বিষয় অর্থাৎ শুধুই কুরআন-আর কুরআন-ই অবতীর্ণ করেছেন।


উত্তর ঃ এই ব্যাখ্যাটি একেবারেই মনগড়া। যারা আরবী ব্যাকরণে অজ্ঞ তারাই মূলত এভাবে কুরআনের অপব্যাখ্যা করে থাকে। কারণ, আরবীতে সংক্ষেপ করার জন্য দ্বিবচনকে কখনো একবচন দেখানো হয়। যেমন, মহান আল্লাহ্ বলেন,


যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে এবং তা আল্লাহ্’র পথে ব্যয় করেনা...” -সূরা তাওবাহ্, ৯/৩৪


এই আয়াতে আল্লাহ্ তায়ালা স্বর্ণ এবং রূপা দু’টি বস্তুর কথা বলেছেন। কিন্তু আয়াতের পরবর্তী অংশে এই দু’টি বস্তুকে “হা” একবচন ব্যবহার করে বলা হয়েছে তা আল্লাহ্’র পথে ব্যয় করেনা। এখন বুঝের বিষয় হচ্ছে দু’টি বস্তুকে বুঝানোর জন্য দ্বিবচন “হুমা”ব্যবহার না করে “হা”একবচন ব্যবহার হল কেন? মূলতঃ আরবী ব্যাকরণে দ্বিবচনকে কখনো একবচন দেখানো হয়।


অতএব, বুঝা গেল যে, কিতাব এবং হিকমাহ্ শব্দটিকে “হু” একবচন শব্দটি দ্বারা উল্লেখ করার কারণে কখনই এই দু’টি বিষয় এক নয়। বরং সংক্ষেপ করার জন্য তা একবচন দেখানো হয়েছে। অর্থাৎ কিতাব বলতে কুরআন এবং হিকমাহ্ বলতে রসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ্ অর্থাৎ হাদিসকেই বুঝায়।

Wednesday 28 October 2015

তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না



Rafia Begum
25 mins ·২৮.১০.২০১৫ London, United Kingdom ·
মু'আবিয়া ইবনু হায়দা (রা) বলেন, রাসূল (সা) বলেছেনঃ
তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের চক্ষু জাহান্নাম দেখবে না ।
১. যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়,
২. যারা আল্লাহর ভয়ে কাঁদে,
৩. যারা বেগানা নারীকে দেখে চক্ষু নীচু করে ।
- আত তারগীব হা/ ৪৭১৩

How Authentic Is Mishkat al-Masabih?Is It From The Scholars Of Ahlus-Sunnah?

The Last Sermon Confirms the Main Points from the Quran


Main Sermon in Sahih Muslim: http://sunnah.com/muslim/15/159

The Last Sermon Confirms the Main Points from the Quran

by Shahid Athar, M. D.
 
"Oh Prophet, We have sent you as a witness, news bearer and a warner and as someone who invites people to God by His permission and a shining Lamp" (33:45-46). Prophet Muhanimad (PBUH) who was sent to mankind as a news bearer and a wamer for he spoke the truth and did not invent something of his own. The purpose of this article is to confirm the statements made by Prophet Muhammad (PBUH) during his farewell address during the last pilgrimage (10 AH).
After praising and thanking God, the Messenger said, "Oh people, listen to my words carefully for I know not whether I will meet you on such an occasion again."
TRUST AND ACCOUNTABILITY
Sermon: "Oh people, just as you regard this month, this day, this city as sacred, so regard the life and property of every Muslim as a sacred trust. Remember that you will indeed appear before God and answer for your actions."
Quran: "If anyone killed a person unless it is for a murder or spreading mischief on earth it would be as it he killed the whole mankind, and if anyone who saved a life, it would be as if he saved the life of whole mankind" (5:32). "Then on that day not a soul will be wronged in the least and you shall but be prepaid in the needs of your past deeds" (36:54).
FINANCIAL OBLIGATIONS
Sermon: "Return the things kept with you as trust (amanah) to their rightful owners."
Quran: "If one of you entrusts (something) the one who has been entrusted with it should hand over his security and he should heed God and not hide any testimony. Anyone who hides it-has a sinfull heart" (2:283).
INTEREST (RIBAH)
Sermon: "All dues of interest shall stand cancelled and you will have only your capital back. Allah has forbidden interest, and I cancel the dues of interest payable to may uncle Abbas ibn Abdul Muttalib."
Quran: "You who believe fear God and write off anything that remains outstanding from lending at interest if you are (true) God and His Messenger If you repent you may retail your principal do not wrong and you will not be wronged" (2:278).
TREATMENT OF WIFE (SPOUSE)
Sermon: "Oh people, your wives have a certain right over you and you have a certain right over them. Treat them well and be kind to them for they are your committed partners and commited helpers.
Quran: "Provide for them the rich according to his income and the poor according to his means, a provision according to the custom. This is an obligation for those who act kindly" (2:236). "Treat them politely even if you dislike them,. Perhaps you dislike something in which God has placed much good" (4:19).
WARNING ABOUT SATAN
Sermon: "Beware of Satan, he is desperate to divert you from the worship of God so beware of him in matters of your way of life."
Quran: "Verily Satan is an enemy to you so treat him as an enemy. He only invites his followers that they may become companions of the blazing fire" (35:6).
BROTHERHOOD
Sermon: "Oh you people listen carefully. All the believers are brothers. You are not allowed to the things belonging to another Muslim unless he give it to you willingly."
Quran: "Believers are but brothers so set things right between your brothers and fear God so that you may find mercy" (49: 1 0).
SUPERIORITY IS ONLY IN PIETY AND SUBMISSION
Sermon: "Oh people, no one is higher than the other unless he is higher in obedience to God. No Arab is superior to a non-Arab except in piety."
Quran:"The most honored among you in the sight of God is (he who is) the most righteous of you and God has full knowledge and is will acquainted (with all things)" (49:134). "Who can be better in religion than he who submits his whose self to God, does good and follows the ways of abraham for God did take Abraham for a friend" (4:125).
IN ORDER TO BE SUCCESSFUL WE MUST OBEY BOTH GOD AND HIS MESSENGER
Sermon: "Oh people, reflect on my words. I leave behind me two things, the Quran and my example and if you follow these, you will not fail."
Quran: "And obey God and the Messenger so that you may receive mercy" (3:132).
OBSERVE THE PILLARS OF ISLAM
Sermon: "Listen to me carefully. Worship God and offer prescribed prayer, observe fasting in the month of Ramadan and pay the poor-due."
Quran: "And establish the prescribed prayer, practice regular charity and bow down with those who bow down" (2:43). "Oh you who believe, fasting is prescribed to you as it was prescribed to those before you that you may learn self-restraint" (2:183).
DUTIES REGARDING THOSE WORKING UNDER US
Sermon: "Oh people, be mindful of those who work under you. Feed and clothe them as you feed and clothe yourselves."
Quran: "Act kindly just as God treated you kindly" (28:77). "God has favored some of you over their provisions to those whom their right hand controls so that they become equal (partners) in it. Would they thus disclaim God's favor" (16:71).
MUHAMMAD WAS THE LAST PROPHET
Sermon: "Oh people, no prophet or messenger will come after me and no new faith will emerge."
Quran: "Muhammad is not the father of any of you men but he is God's Messenger and the Seal of Prophets. God is aware of everything" (33:40).
OUR DUTY IS TO SPREAD THE MESSAGE OF THE PROPHET (QURAN)
Sermon: "All those who listen to me shall pass on my words to others and those to others again (and people did).
Quran: "Oh Messenger, communicate whatever has been sent down to you by your Lord. If you do not do so, you will not have conveyed his message" (5:67).
Sermon: Have I conveyed the Message of God to you? asked the Prophet facing towards the heavens. The audience answered in one voice, "You have, God is the witness."
Quran: As the Messenger finished the following revelation came to him, "Today I have perfected your religion for you, completed my favors upon you and have chosen for you Islam as the way of life for you" (5:3).