Tuesday, 27 October 2015

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আমি তো একজন মানুষ

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আমি তো একজন মানুষ। আমিও তোমাদের মত ভুলে যাই। সুতরাং আমি (ছালাতে কিছু) ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও ।
(বুখারী হা/৪০১; মুসলিম হা/৫৭২; মিশকাত হা/১০১৬ ‘সিজদায়ে সহো’অনুচ্ছেদ)

No comments:

Post a Comment